উজ্জল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া নবজাগরণ সংস্থার আয়োজনে দুপচাঁচিয়া নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও স্থানীয় সাংসদ কর্তৃক অনুদান হিসাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের সামনে ভাতহান্ডা রাস্তার পার্শ্বে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর মাহবুব আলম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মদ, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাংসদ পুত্র আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর জাপার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, কলেজ শিক্ষক আহম্মেদ আলী, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, অভিভাবক আনিছুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম খান, সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াছমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে ১৮৯জন শিক্ষার্থী অধ্যায়ন করে।
দুপচাঁচিয়া নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তি ফলক উন্মোচন
