নোতুন খবর.কম :
মঙ্গলবার (২৪/১১/২০২০) দুপুর সাড়ে ১২ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী আয়োজিত, মোসলেম উদ্দীন স্মৃতি একাডেমী কাপ ক্রিকেট টুর্ণামেন্টের এর ফাইনাল খেলায় পদ্মা একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় পদ্মা একাদশ ৪১ রানে ইছামতি একাদশকে পরাজিত করে। টসে হেরে পদ্মা একাদশ প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ২০ওভারে ৬উইকেট হারিয়ে ১৭৫রান করে।
দলের পক্ষে রাকিব-৬৬, তাসদিক-৩৮ রান করে। প্রতিপক্ষের বোলার কাউছার ও সয়ন-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ইছামতি একাদশ ২০ওভারে ৮উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের পক্ষে সম্পদ-৬৭, প্রতীম-২৩ রান করে। প্রতিপক্ষের বোলার-নহর-৩টি উইকেট লাভ করে। খেলায় পদ্মা একাদশের রাজিব ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, নির্বাহী সদস্য- জামিলুর রহমান জামিল, সহিদুল ইসলাম স্বপন।
এসময় আরও উপস্থিত ছিলেন- একাডেমীর পরিচালক- শাহেদুল ইসলাম রবি, সিরাজুল ইসলাম সাজু, প্রশিক্ষক- জাহিদ ইকবাল জিতু, ওয়ালিউর রহমান, হাসিবুজ্জামান বিপুল, রিফাত ইসলাম, রাশেদ, বৃষ্টি। অনুষ্ঠিনটি সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন- খালেদ মাহমুদ রুবেল।
বগুড়ায় মোসলেম উদ্দীন স্মৃতি একাডেমী কাপ ক্রিকেট টুর্ণামেন্টে পদ্মা একাদশ চ্যাম্পিয়ন
