নোতুন খবর.কম :
বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্টে ২০১৮র ব্যাচ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া আলহাজ¦ মমতাজ উপদ্দি ফুটবল স্টেডিয়ামে ফাইনাল খেলা ২০১৮ ও ২০১৩ ব্যাচের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ২০১৮ ব্যাচ ৪-৩ গোলে ২০১৩ ব্যাচকে পরাজিত করে। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। সাত রং একাদশ ব্যান্ড ও মাল্টিমিডিয়া প্রোডাকশন এর সৌজন্যে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক মোঃ নিছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ চক্রবর্তী, রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বগুড়া ইয়্যুথ কয়ারের প্রেসিডেন্ট আতিকুর রহমান মিঠু, সাত রং একাদশ ব্যান্ড ও মাল্টিমিডিয়া প্রোডাকশন এর আবু হাসান সোহাগ প্রমূখ। খেলায় ম্যান অবদা টুর্ণামেন্ট হয়েছে ফিহাদ, ম্যান অবদা ম্যাচ হয়েছে আবুৃ তোহা,সেরা গোল রক্ষক আল আমিন।
বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্টে ২০১৮র ব্যাচ চ্যাম্পিয়ন
