শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলায় আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে কয়েক হাজার আবাল বৃদ্ধ বনিতা।
হাড় কাঁপাানো শীতের সকালে পুকুরের ঠান্ডা পানিতে ছেড়ে দেয়া হাঁস ধরতে খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা দর্শকদের মুগ্ধ করে। খেলা দেখতে শিশু, বৃদ্ধ ও শিশু শিক্ষার্থী সহ আশপাশের কয়েক হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে মনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এর সহযোগীতায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প (গাপ) এই খেলার আয়োজন করে।
শনিবার সকালে উপজেলার চোপীনগর পশ্চিমপাড়ায় প্রায় দুই একর পুকুরে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চোপীনগর ইউনিয়নের চারটি দল অংশ গ্রহন করে। প্রতিটি দলে দশজন করে খেলোয়াড় অংশ গ্রহন করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর আগে খেলার উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট্য ঠিকাদার সিরাজুল ইসলাম রিক্তা।
গ্রামীণ উন্নয়ন প্রকল্প (গাপ) এর পরিচালক মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র্যাক এ্যাডুকেশন ফাউন্ডেশন বগুড়ার চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলিম, এমসিসি’র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ গাপ ও এমসিসি’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।