েনাতুন খবর.কম : বগুড়া সুপার বয়েজ ক্লাবের ৩৩ বছর পূর্তি উপলক্ষে করোনেশন স্কুল ইন্সটিটিউশন মাঠে ৩দিন ব্যাপী প্রিতি ফুটবল খেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কাটনারপাড়ার বহুব্রীহি ক্লাব ও সোনাতলা ফুটবল একাডেমীর মধ্যের খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন সুপার বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলঅম রহমান ফট। এসময় বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম মিষ্টার সহ ক্লঅবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া সুপার বয়েজ ক্লাবের ৩৩ বছর পূর্তি উপলক্ষে প্রিতি ফুটবল খেলা
