উজ্জ্বল চক্র বর্ত্তী শিশির, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সাংবাদিকরা জাতির বিবেক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের ধর্ম। আপনাদের লেখনীর মাধ্যমেই এলাকা তথা সমাজের উন্নয়ন সাধিত হয়। অপরাধ যেই করুক তাদের বিরুদ্ধে আপনাদের লেখনীর মাধ্যমে সোচ্চার হতে হবে। করোনাকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকায় আমরা গর্বিত। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা সহ সাংবাদিকদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
উপজেলা প্রেসকাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। গত শুক্রবার সন্ধ্যায় কাব কার্যালয়ে কাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, সাংবাদিক আজিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাবের সহসভাপতি কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস প্রমুখ। এসময় কাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
বস্তÍনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের ধর্ম – নূরুল হক তালুকদার এম.পি
